রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু 

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ফেরদৌস আলী (২৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেয়ার সময় তিনি মারা যান। ফেরদৌস আলী বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। 

বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, অটোরিকশা চালক ফেরদৌস আলী দুপুরের দিকে নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দেয়ার জন্য সংযোগ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এর কিছুক্ষণ পরই তিনি ঘটনাস্থলেই মারা যান। 

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মানিক মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

টিএইচ